নিজস্ব সংবাদদাতা: জম্মুর আশপাশে একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করেছে ভারতীয় সেনা। পাকিস্তানি সেনার একাধিক পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাল্টা অভিযানে। তবে পাঞ্জাবের ফিরোজপুরে পাক হামলায় কয়েকজন আহত হয়েছেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে, দেশের প্রতি দায়িত্ববোধ থেকে ‘দেশের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত’—এই বার্তা নিয়ে চণ্ডীগড়ে নাগরিক সুরক্ষার আহ্বানে সাড়া দিলো বিপুল জনতা। চণ্ডীগড় নাগরিক সুরক্ষা -এর আহ্বানে আসা অসংখ্য মানুষ 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগান দিতে থাকেন।
/anm-bengali/media/media_files/2025/03/06/1umT8AWMfSD6dNXXXyqf.jpg)
চণ্ডীগড়ের একজন সাধারণ নাগরিক পরমবীর সিং বলেন, "আমরা আমাদের জাতির সেবা প্রদানের জন্য এখানে এসেছি। আমরা (স্বেচ্ছাসেবক সেবার জন্য) ফর্ম পূরণ করেছি।"
#WATCH | Chandigarh | A resident, Parambir Singh, says, "We are here to provide our services to our nation. We have filled the form (for volunteer service)..." https://t.co/GCzKaD5RhFpic.twitter.com/LR3MkmEvqD
— ANI (@ANI) May 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us