নিজস্ব সংবাদদাতা: ২২ মে-র সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে রাজা ও সোনম একটি স্কুটারে করে একসঙ্গে কোথাও যাচ্ছেন। এরপর থেকেই দু’জন নিখোঁজ হয়েছেন মেঘালয়ে।
২৩ মে রাজার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু সোনমের কোনও খোঁজ মেলেনি এখনও। সিসিটিভি-তে দেখা যায়, সোনম পরেছিলেন সাদা জামা ও রেনকোট — এই দুই পোশাক পরে পরে উদ্ধার হয়েছে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায়।
পুলিশ জানায়, তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এর জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/06/07/GAXIsoPslYSQ3EoC5V5h.JPG)
এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে এবং কেন এই ঘটনা ঘটল, আদৌ সোনম জীবিত আছেন কি না — তা নিয়ে জল্পনা তুঙ্গে। তদন্তকারীরা এখন ফুটেজ এবং উদ্ধার হওয়া আলামত ঘিরেই রহস্যভেদে মরিয়া।