রাজা খুন, সোনম নিখোঁজ! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল শেষ মুহূর্তের ছবি, কী রয়েছে সেখানে

সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
meghalaya raja sonam

নিজস্ব সংবাদদাতা: ২২ মে-র সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে রাজা ও সোনম একটি স্কুটারে করে একসঙ্গে কোথাও যাচ্ছেন। এরপর থেকেই দু’জন নিখোঁজ হয়েছেন মেঘালয়ে।

২৩ মে রাজার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু সোনমের কোনও খোঁজ মেলেনি এখনও। সিসিটিভি-তে দেখা যায়, সোনম পরেছিলেন সাদা জামা ও রেনকোট — এই দুই পোশাক পরে পরে উদ্ধার হয়েছে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায়।

পুলিশ জানায়, তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এর জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
raja dead body

এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে এবং কেন এই ঘটনা ঘটল, আদৌ সোনম জীবিত আছেন কি না — তা নিয়ে জল্পনা তুঙ্গে। তদন্তকারীরা এখন ফুটেজ এবং উদ্ধার হওয়া আলামত ঘিরেই রহস্যভেদে মরিয়া।