New Update
/anm-bengali/media/media_files/2025/08/23/anil-ambani-2025-08-23-12-10-46.jpg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালে মুম্বইয়ে শিল্পপতি অনিল আম্বানির বাড়িতে তল্লাশি চালালো সিবিআই। অভিযোগ, প্রায় ১৭,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলার সঙ্গে যুক্ত এই তদন্ত।
সূত্রের খবর অনুযায়ী, সকাল ঠিক ৭টার সময় সিবিআই-এর প্রায় সাত-আট জন আধিকারিক পৌঁছে যান আম্বানির সি-উইন্ড, কাফে প্যারেডে অবস্থিত বাসভবনে। সকাল থেকে টানা সেখানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/23/anil-amabni-2025-08-23-12-11-42.jpg)
এই তল্লাশি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মুম্বই জুড়ে। অনিল আম্বানি, যিনি ভারতের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর কর্ণধার, এবার সরাসরি সিবিআই-এর রাডারে চলে এলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us