ভোরবেলায় মুম্বই কাঁপানো অভিযান! অনিল আম্বানির বাড়িতে হানা দিল CBI

মুম্বইয়ে অনিল আম্বানির বাড়িতে হানা দিল সিবিআই।

author-image
Tamalika Chakraborty
New Update
anil ambani

নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালে মুম্বইয়ে শিল্পপতি অনিল আম্বানির বাড়িতে তল্লাশি চালালো সিবিআই। অভিযোগ, প্রায় ১৭,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলার সঙ্গে যুক্ত এই তদন্ত।

সূত্রের খবর অনুযায়ী, সকাল ঠিক ৭টার সময় সিবিআই-এর প্রায় সাত-আট জন আধিকারিক পৌঁছে যান আম্বানির সি-উইন্ড, কাফে প্যারেডে অবস্থিত বাসভবনে। সকাল থেকে টানা সেখানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।

anil amabni

এই তল্লাশি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মুম্বই জুড়ে। অনিল আম্বানি, যিনি ভারতের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর কর্ণধার, এবার সরাসরি সিবিআই-এর রাডারে চলে এলেন।