বেনামি সাম্রাজ্য ফাঁস? পাঞ্জাব ডিআইজি ভুল্লারের বাড়িতে সিবিআই অভিযান

আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে পাঞ্জাবের ডিআইজি হরচরণ সিং ভুল্লারের লুধিয়ানা ও পতিয়ালার সাত ঠিকানায় তল্লাশি চালাল সিবিআই। নথি, নগদ লেনদেন ও বেনামি সম্পত্তির তথ্য উদ্ধার। তদন্তে আরও বড় দুর্নীতি চক্রের ইঙ্গিত।

author-image
Tamalika Chakraborty
New Update
punjab dig

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের উচ্চপদস্থ পুলিশ অফিসারকে ঘিরে চাঞ্চল্য—দুর্নীতির অভিযোগে ডিআইজি হরচরণ সিং ভুল্লারের একাধিক ঠিকানায় তল্লাশি চালাল সিবিআই। সোমবার সকাল থেকে লুধিয়ানা ও পতিয়ালার সাতটি জায়গায় একযোগে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। অভিযোগ, আয়বহির্ভূত সম্পত্তি মামলায় বহু জমি নথি, নগদ লেনদেনের তথ্য এবং ব্যবসায় বিনিয়োগের প্রমাণ মিলেছে তদন্তে।

৪ নভেম্বরের এই অভিযানে সিবিআই পৌঁছায় ডিআইজি ভুল্লারের নিজ গ্রাম বাউকার গুজিরান, কালাস খুর্দ, মচ্ছিওয়াড়া খাস, সারগোধা কলোনি এবং সাইনসোওয়াল কালাঁ—লুধিয়ানার এই পাঁচ ঠিকানায়। পাশাপাশি পতিয়ালার মতি বাগ কলোনি এবং সিলা কমপ্লেক্সেও তল্লাশি চলে। সূত্রের খবর, শুধু ভুল্লার নন, তাঁর ঘনিষ্ঠ ও বেনামি সম্পত্তি ধারকদের ওপর নজর রাখছে সিবিআই। সন্দেহ, দুর্নীতির টাকা ঘুরিয়ে বিভিন্ন জমি ও ব্যবসায় লগ্নি করা হয়েছিল এই নেটওয়ার্কের মাধ্যমে।

CBI pic.jpg

পাঞ্জাব পুলিশের সিনিয়র আইপিএস অফিসার, আর তার নাম জড়িয়ে উঠল আর্থিক অনিয়মের অভিযোগে—রাজ্যের প্রশাসনিক মহলে গুঞ্জন তুঙ্গে। এই অভিযান কি আরও বড় কোনো দুর্নীতি চক্রের পর্দাফাঁসের ইঙ্গিত?