/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের নাসিকে সিবিআইয়ের হাতে ধরা পড়ল দুই ভুয়ো কল সেন্টার। বিদেশে বসবাসকারী মানুষকে বিশেষত যুক্তরাজ্যের নাগরিকদের নিশানা বানাত এই প্রতারক চক্র। “স্বগন বিজনেস সলিউশন্স” নামের আড়ালে চলছিল প্রতারণার আসর। কখনও নিজেদের বীমা সংস্থার এজেন্ট, কখনও সরকারি আধিকারিক সেজে সাধারণ মানুষকে ফোন করে তাঁদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য ও টাকা হাতিয়ে নিচ্ছিল তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রের সদস্যরা ফোনে শিকারদের বিভ্রান্ত করত এবং নানা অজুহাতে ডেবিট–ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহ করত। কখনও আবার ভুয়ো বীমা পলিসি বিক্রির নামে টাকা আদায় করত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/EE7V2JtuOvtMngq3miGj.jpg)
সিবিআই কর্মকর্তারা নাসিক এবং থানার কল্যাণ এলাকায় একযোগে তল্লাশি চালান। সেই অভিযানে মেলে বিপুল ডিজিটাল প্রমাণ। উদ্ধার করা হয় বিদেশি নাগরিকদের ডেটা, ভুয়ো বীমা পলিসির স্ক্রিপ্ট, আটটি মোবাইল ফোন, আটটি কম্পিউটার, সার্ভার এবং নগদ পাঁচ লক্ষ টাকা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিদেশি নাগরিকদের প্রতারণা করে কোটি কোটি টাকা রোজগার করছিল এই নেটওয়ার্ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us