/anm-bengali/media/media_files/2025/09/07/ajit-power-and-woman-ips-officer-2025-09-07-19-47-47.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের সোলাপুর জেলায় বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র স্থানীয় নেতা বাবা জগতাপ সহ তার কয়েকজন ঘনিষ্ঠ ও প্রায় ১৫–২০ জনের নামে মামলা দায়ের করেছে সোলাপুর গ্রামীণ পুলিশ। অভিযোগ, অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে অভিযানে গিয়ে সরকারি অফিসারদের কাজকর্মে বাধা দেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটেছে ৩১ আগস্ট, কুর্দুয়াদি গ্রামে।
সরকারি অভিযোগপত্র অনুযায়ী, রাজস্ব দপ্তরের অফিসার সুধীর পোপাট বাগে এবং বি.পি. শেভরে অবৈধ খননের বিরুদ্ধে অভিযানে বেরিয়েছিলেন। তাদের সঙ্গে ছিলেন কারমালা মহকুমার এসডিপিও তথা আইপিএস অফিসার অঞ্জনা কৃষ্ণা, তার দেহরক্ষী ও পুলিশের একটি দল।
অভিযানের সময় হঠাৎই মাঠে হাজির হন স্থানীয় এনসিপি নেতা বাবা জগতাপ। তার সঙ্গে ছিলেন নীতিন মালি, সান্তোষ কাপরে, আন্না ধানে এবং আরও কয়েকজন। অভিযোগ, তারা সবাই মিলে চরম হট্টগোল শুরু করে এবং কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/05/ajit-pawar-2025-09-05-12-45-21.jpg)
এরপরই পরিস্থিতি চরমে ওঠে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার ফোনে ওই আইপিএস অফিসারকে বকাঝকা করছেন। ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে ঝড় ওঠে। বিরোধীরা প্রশ্ন তুলেছে, অবৈধ খননের বিরুদ্ধে সরকারি অভিযান চলাকালীন কেন নেতারা অফিসারদের কাজে বাধা দিচ্ছেন এবং মন্ত্রী কেন এমন তিরস্কার করছেন।
এখন পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। অভিযোগকারীরা জানিয়েছেন, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনাটি গুরুতর অপরাধ, আর তাই প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us