/anm-bengali/media/media_files/2025/07/08/ca-suicide-2025-07-08-20-00-45.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার ৩২ বছর বয়সি এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। মৃত যুবকের নাম রাজ লীলা মোর। ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আর্থিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে।
ঘটনার পর ভাকোলা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ রাজের লেখা তিন পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে দুটি নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে— রাহুল পারওয়ানি ও সাবা কুরেশি। আত্মঘাতী যুবক তাঁর চিঠিতে স্পষ্ট লিখেছেন, ওই দুজনই তাঁর জীবনের এই পরিণতির জন্য দায়ী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা রাজের শেয়ার বাজারে বিপুল বিনিয়োগ এবং উচ্চবেতনের চাকরির কথা জানত। সেই সুযোগেই তাঁকে ব্ল্যাকমেল করে কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয় তারা। এমনকি, তাঁর ব্যক্তিগত সঞ্চয়ও শেষ করে দেয় চাপে ফেলে। এখানেই শেষ নয়— জোর করে রাজের কাছ থেকে একটি বিলাসবহুল গাড়িও ছিনিয়ে নেয় বলে অভিযোগ।
বর্তমানে রাহুল ও সাবার বিরুদ্ধে চাঁদাবাজি ও আত্মহত্যায় প্ররোচনার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us