ভয়াবহ! হিমাচলে গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত কমপক্ষে ৫, আহত বহু

হিমাচলপ্রদেশের মান্ডিতে খাদে বাস পড়লে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
bus accident a

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশে ফের মর্মান্তিক দুর্ঘটনা। মান্ডি জেলার সারকাঘাট সাব-ডিভিশনের মাসেরান এলাকায় গভীর খাদে পড়ে গেল হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (HRTC) একটি যাত্রীবাহী বাস। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মান্ডি শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনাগ্রস্ত হয়। দ্রুত গতিতে খাদে পড়ে যাওয়ায় বাসটি প্রায় দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে সারকাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চলছে তাঁদের চিকিৎসা।

dead

ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি এই দুর্ঘটনাকে "অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক" বলে বর্ণনা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও, স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি বাসটির প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।