দাউ দাউ করে জ্বলে উঠল ভলবো বাস, ঘটনাস্থলেই মৃত্যু ১৯ জনের মৃত্যু! কেন্দ্রীয় মন্ত্রীর শোকবার্তা.. শোকে পাথর গোটা দেশ

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু। কেন্দ্রীয় মন্ত্রীর শোকবার্তা।

author-image
Tamalika Chakraborty
New Update
bus accident

নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু ও অনেকে আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিষাণ রেড্ডি। তিনি বলেন, “কুরনুলে ঘটে যাওয়া এই বাস দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকেই গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি জানাই গভীর সমবেদনা।”

শনিবার গভীর রাতে কুরনুল জেলার কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই বহু যাত্রী প্রাণ হারান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারান।

এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুই তরফ থেকেই নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

union minister

জি কিষাণ রেড্ডি বলেন, “এই দুর্ঘটনায় যারা মারা গেছেন, তাঁদের পরিবার আজ অসীম কষ্টের মধ্যে আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এবং মৃতদের আত্মার চিরশান্তি লাভ হোক।”

কুরনুলের এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলেছে সড়ক নিরাপত্তা নিয়ে। রাজ্যের বিভিন্ন স্থানে বাস ও ট্রাক দুর্ঘটনা ক্রমশই বাড়ছে, যার মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে বেপরোয়া গতি ও পর্যাপ্ত রাস্তাঘাটের অভাব। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।