পরিবারের থেকে দূরে সীমান্ত পাহারায় বিএসএফ জওয়ানরা! কেমনভাবে উদযাপন করলেন দীপাবলি

পরিবার থেকে দূরে কীভাবে দীপাবলি উদযাপন করলেন বিএসএফ জওয়ানরা?

author-image
Tamalika Chakraborty
New Update
bsf diwali

নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে যখন দীপাবলির আলোয় ঝলমল করছে ঘরবাড়ি, তখন সীমান্তের মাটিতেও সেই উৎসবের উচ্ছ্বাসে মাতলেন দেশের সাহসী জওয়ানরা। বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর কনস্টেবল দিয়া ঠাকুর জানালেন, “আমরা সীমান্তরক্ষী, দেশের প্রথম প্রহরী। কিন্তু উৎসবের আনন্দ থেকে আমরা নিজেদের দূরে রাখি না। আজ সীমান্তেই দীপাবলি পালন করছি নিজের সহকর্মীদের সঙ্গে, মিষ্টি বিলিয়ে, দিয়া জ্বেলে, আনন্দ ভাগ করে নিচ্ছি।”

দিয়া ঠাকুর বলেন, “আমরা এখানে শুধু পাহারাদার নই, এখানকার মানুষও আমাদের আপনজন। এটাই আমাদের দ্বিতীয় পরিবার। তাই আমরা যেমন ঘরে উৎসব করি, তেমনি সীমান্তেও একইভাবে উদযাপন করি। মিষ্টি বিলিয়েছি, একে অপরকে শুভেচ্ছা জানিয়েছি, আর প্রচুর আনন্দ করেছি।”

সূত্র অনুযায়ী, বিএসএফ-এর বিভিন্ন সীমান্ত চৌকিতে দীপাবলির রাতে বিশেষ আয়োজন হয়। জওয়ানরা নিজেদের হাতে দিয়া সাজিয়ে সীমান্তপথ আলোকিত করেন। কোনো শহরের আলোকসজ্জার থেকে কম যায় না সেই দৃশ্য। স্থানীয় গ্রামবাসীরাও অনেক সময় এই উৎসবে যোগ দেন, ফলে সীমান্তে এক অনন্য মিলনমেলা তৈরি হয়।

diwali in border

দিয়া আরও বলেন, “এই দায়িত্বপূর্ণ জীবনের মধ্যেও এমন মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, আমরা একা নই। এই সীমান্তের মানুষজন, সহকর্মীরা—সবাই মিলে আমাদের পরিবার হয়ে উঠেছে।”

দেশের সুরক্ষার দায়িত্বে দিন-রাত ব্যস্ত থাকা বিএসএফ জওয়ানদের কাছে এ এক বিশেষ মুহূর্ত। দায়িত্বের সঙ্গে আনন্দের মেলবন্ধনে দীপাবলির এই উদযাপন যেন তাদের মনেও ছড়িয়ে দিয়েছে আলোর বার্তা।

সীমান্তের সেই মাটিতে দাঁড়িয়ে দিয়া ঠাকুরের কণ্ঠে একটাই বার্তা—“এটাই আমাদের দিওয়ালি, এটাই আমাদের পরিবার। দেশের জন্য পাহারা দিতে দিতে, আনন্দের এই আলোতেও আমরা একসঙ্গে জ্বলি।”