New Update
/anm-bengali/media/media_files/2025/01/13/RJ19Bpnn9VwvimyULJMv.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থানের ধর্মীয় নেতা কাসিমের গ্রেফতারের পর এবার তার ভাইকেও গ্রেফতার করল দিল্লি পুলিশ। বহুদিন ধরেই ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন কাসিমের ভাই। তাঁর সঙ্গে পাকিস্তানের গভীর যোগাযোগ সন্দেহের কারণ।
সূত্রের দাবি, ওই ব্যক্তি নিয়মিত পাকিস্তান যেতেন আত্মীয়দের সঙ্গে দেখা করার অজুহাতে। তবে ওই সফরগুলির সময় তিনি বেশ কয়েকজন সন্দেহভাজন গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগে আসেন বলে গোয়েন্দারা সন্দেহ করছে। এই সন্দেহ থেকেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে গ্রেফতার করা হয়।
/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
এই ঘটনায় দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্তে নেমেছে। পাকিস্তান-ঘনিষ্ঠ এই গুপ্তচর চক্রকে ঘিরে আরও বড় চক্রান্তের ইঙ্গিত মিলছে বলে গোয়েন্দা মহলের দাবি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us