ভাইয়ের জিনস ও টি-শার্ট পরার অভিযোগ! গলায় ছুরি চালিয়ে হত্যা নিজের দাদাকে

মধ্যপ্রদেশের ভোপালে নিজের দাদাকে খুন করল ভাই।

author-image
Tamalika Chakraborty
New Update
bhopal


নিজস্ব সংবাদদাতা: ভোপালে এক মর্মান্তিক ঘটনায়, জিনস ও টি-শার্ট পরা নিয়ে বিবাদের জেরে নিজের দাদার গলা কেটে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৫ ও ২৬ মে-র মাঝরাতে। অভিযুক্ত ১৯ বছরের বিবেক ও নিহত ২২ বছরের ওমকার—দু’জনেই পার্টি, বিয়ে-সহ নানা অনুষ্ঠানে ওয়েটারের কাজ করত।

dead body .jpg

পুলিশ সূত্রে খবর, ঘটনার রাতে রাত প্রায় ১টা নাগাদ বিবেক বাড়ি ফিরে দেখে, তার দাদা ওমকার তার জিনস ও টি-শার্ট পরে রয়েছে। এই নিয়েই শুরু হয় বচসা। বচসা ক্রমে হাতাহাতিতে পৌঁছয়, এবং রাগের মাথায় বিবেক ছুরি দিয়ে ওমকারের গলা কেটে দেয় বলে অভিযোগ।

তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ বিবেককে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত চলছে।