নিজস্ব সংবাদদাতা: দিল্লির বিমানবন্দরে বড়সড় নিরাপত্তা ভাঙন! ব্রিটিশ নাগরিকের ‘গায়েব’ হয়ে যাওয়ায় তোলপাড় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে চরম নিরাপত্তা ত্রুটি। ইমিগ্রেশন কাউন্টার থেকে এক ব্রিটিশ নাগরিক সরাসরি পালিয়ে গিয়ে শহরে ঢুকে পড়েছেন বলে অভিযোগ। ঘটনার পরেই রীতিমতো তোলপাড় প্রশাসনে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির পাশাপাশি দিল্লি পুলিশেরও একাধিক দল নেমেছে তাঁকে খুঁজতে।
সূত্রের খবর, ওই ব্যক্তির নাম ফিটজ প্যাট্রিক, ব্রিটেনের নাগরিক। তিনি ২৮ অক্টোবর ব্যাংকক থেকে দিল্লিতে এসেছিলেন। সেদিনই লন্ডনে যাওয়ার জন্য তাঁর কানেক্টিং ফ্লাইট ছিল, কিন্তু সময় মতো পৌঁছতে না পারায় সেই ফ্লাইটটি মিস করেন। তারপর যা ঘটেছে, তা প্রায় সিনেমার কাহিনি।
দিল্লি বিমানবন্দরের নিয়ম অনুযায়ী, কোনও বিদেশি যাত্রী কানেক্টিং ফ্লাইট মিস করলে তাঁকে ইমিগ্রেশনের নজরদারিতে রাখা হয়, যতক্ষণ না নতুন ফ্লাইটের ব্যবস্থা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্যাট্রিক নাকি সহজেই ইমিগ্রেশন জোন পেরিয়ে টার্মিনাল থেকে বেরিয়ে যান, আর কেউ টেরই পায়নি!
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/07/delhi-airport-a-2025-11-07-13-10-17.png)
পরদিন, অর্থাৎ ২৯ অক্টোবর, সংশ্লিষ্ট এয়ারলাইন সংস্থা বুঝতে পারে যে যাত্রীটির কোনও খোঁজ নেই। তড়িঘড়ি খবর দেওয়া হয় নিরাপত্তা সংস্থাগুলিকে। শুরু হয় যৌথ অভিযান — দিল্লি পুলিশ, ইমিগ্রেশন ব্যুরো এবং CISF মিলে শহরজুড়ে খোঁজ শুরু হয় ওই ব্রিটিশ নাগরিকের।
দিল্লি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, “একটি মামলা রুজু করা হয়েছে। এয়ারলাইন কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। ওই ব্যক্তির অবস্থান জানতে টেকনিক্যাল ও হিউম্যান ইন্টেলিজেন্স, দুই দিকেই তদন্ত চলছে।”
এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার বড় প্রশ্ন উঠেছে। দেশের অন্যতম ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী টার্মিনাল, যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী ওঠানামা করেন — সেখান থেকে একজন বিদেশি নাগরিক কীভাবে বিনা বাধায় বেরিয়ে গেলেন, তা নিয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও।
একজন সিনিয়র অফিসার বলেন, “এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী ইমিগ্রেশন এরিয়া সুরক্ষিত থাকে। যদি কেউ সেখান থেকে পালাতে পারে, তা পুরো ব্যবস্থার ভরসা নষ্ট করে।”
এখনও পর্যন্ত ফিটজ প্যাট্রিকের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর উদ্দেশ্য, পরিচয় এবং দিল্লিতে থাকার সম্ভাব্য কারণ নিয়েও চলছে জোর তদন্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us