নিজস্ব সংবাদদাতা: কানওয়া যাত্রা ইস্যুতে উত্তরপ্রদেশের সরকারের নির্দেশের ওপর অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে সিপিআই(এম) নেতা বৃন্দা কারাত বলেছেন, “এটি সুপ্রিম কোর্টের নির্দেশকে আমরা স্বাগতা জানাতে চাই। এই নির্দেশে আমরা উত্তরপ্রদেশের সম্পূর্ণ বিভাজনকারী, সাম্প্রদায়িক এবং 'মনুবাদী' আদেশকে স্থগিত করতে পারব। উত্তরাখণ্ড সরকারকে সুপ্রিম কোর্টের আদেশকে অনুসরণ করতে হবে। ডাবল ইঞ্জিনের সরকার তাদের ডাবল ইঞ্জিন সাম্প্রদায়িকতা এবং 'মনুবাদ' দিয়ে যা ভারতীয় নাগরিকদের ওপর অত্যাচার করছে। সুতরাং, সুপ্রিম কোর্ট যা বলেছে তা একটি ভালো বিষয় যে কানওয়ারিয়ারা যে খাবার খাচ্ছেন তা নিরামিষ নাকি আমিষভোজী তা জানতে চান। এটা খাবারের নাম মালিক বা কর্মচারীদের নাম বা তাদের ধর্মীয় পরিচয় নয়। সুতরাং, এটি সত্যিই ইউপি এবং উত্তরাখণ্ড সরকারের মুখে একটি চপেটাঘাত।"
VIDEO | “It’s a very welcome intervention by the Supreme Court and its interim order staying what we consider an utterly divisive, communal and ‘Manuvadi’ orders of the Uttar Pradesh, followed by Uttarakhand governments. The double engine governments with their double engine… pic.twitter.com/aHOCoWSa1l
— Press Trust of India (@PTI_News) July 22, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)