ব্রেকিং: মানুষকে সমাজ ব্যবস্থায় পেছনে রাখা হয়েছে, স্বীকার করলেন মোহন ভাগবত

সংরক্ষণ ইস্যুতে মন্তব্য করেছেন মোহন ভাগবত। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Mohan Bhagwat

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের নাগপুর থেকে সংরক্ষণের বিষয়ে এবার মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, "আমরা আমাদের নিজেদের সহ-মানুষকে সমাজ ব্যবস্থায় পেছনে রেখেছি। আমরা তাদের যত্ন করিনি, এবং এটি প্রায় ২ হাজার বছর ধরে চলতে থাকে। যতক্ষণ না আমরা তাদের সমতা প্রদান করি ততক্ষণ কিছু বিশেষ প্রতিকার করতে হবে। সংরক্ষণ তাদের মধ্যে একটি। এই ধরনের বৈষম্য চলতে থাকা পর্যন্ত সংরক্ষণ অব্যাহত রাখা উচিত। সংঘ সংবিধানে দেওয়া সংরক্ষণকে সম্পূর্ণ সমর্থন করে"। আরএসএস প্রধান মোহন ভাগবত আরও বলেছেন, "সঙ্ঘের সংস্কৃতিতে, যেখানেই দেশের গর্ব এবং জাতীয় পতাকার প্রশ্ন থাকবে, সেখানে সংঘের কর্মীরা সর্বদা তাদের জীবন উৎসর্গ করতে এগিয়ে থাকবেন"। ইতিপূর্বেই 'অখন্ড ভারত' নিয়ে মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, "যারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে তারা মনে করে তারা ভুল করেছে"। উল্লেখ্য, ইতিমধ্যেই মারাঠা সংরক্ষণ ইস্যুতে নিজের মন্তব্য জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যাদের কাছে নিজাম যুগের নথি রয়েছে তাদের 'কুনবি' শংসাপত্র দেওয়া হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি সন্দীপ শিন্ডের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন তিনি। সেই কমিটি সমস্ত বিষয়টি খতিয়ে দেখবে এবং এক মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।