ব্রেকিং: বিজেপির জেপি নাড্ডা ও কংগ্রেসের জয়রাম রমেশের বাক-লড়াই

ট্যুইট লড়াই চালাচ্ছেন জেপি নাড্ডা ও জয়রাম রমেশ। 

author-image
Aniket
New Update
hkj

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার নতুন সংসদ ভবনকে কেন্দ্র করে ট্যুইটে বাক-লড়াই শুরু করেছেন জেপি নাড্ডা ও জয়রাম রমেশ। জয়রাম রমেশ নতুন সংসদ ভবনকে কেন্দ্র করে ট্যুইট করে বলেছেন, "নতুন সংসদ ভবনটিকে বলা উচিত মোদী মাল্টিপ্লেক্স বা মোদি ম্যারিয়ট"। যার প্রেক্ষিতে এবার তাকে কড়া ভাষায় নিশানা করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি পাল্টা ট্যুইট করে বলেছেন, "এমনকি কংগ্রেস পার্টির সর্বনিম্ন মানদণ্ডেও, এটি একটি করুণ মানসিকতা। এটা ১৪০ কোটি ভারতীয়দের আশা-আকাঙ্খার অপমান ছাড়া আর কিছুই নয়। যাই হোক, কংগ্রেস এই প্রথম সংসদ বিরোধী নয়। তারা ১৯৭৫ সালেও চেষ্টা করেছিল এবং তাতে খারাপভাবে ব্যর্থ হয়েছিল"।