/anm-bengali/media/media_files/2025/02/19/fufwH1XZ8vQrmShSBM0S.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের স্কুলশিক্ষায় এক ঐতিহাসিক পরিবর্তন দেখা দিয়েছে। এবার প্রথমবার, ছেলেদের স্কুল ছাড়ার হার (ড্রপআউট রেট) মেয়েদের চেয়ে বেশি হয়েছে সব স্তরেই—প্রাইমারি, আপার প্রাইমারি এবং সেকেন্ডারি। এর ফলে দীর্ঘদিন ধরে চলা সেই প্রবণতা ভেঙে গেল, যেখানে মেয়েরাই পড়াশোনা মাঝপথে ছাড়ত বেশি।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪-২৫ সালের পরিসংখ্যান বলছে—সামাজিক বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও মেয়েরা আগের থেকে বেশি দিন স্কুলে টিকে আছে। অন্যদিকে ছেলেদের ড্রপআউট শুরু হচ্ছে প্রাইমারি স্তর থেকেই, আর স্তর যত বাড়ছে, ফারাক ততই বাড়ছে।
প্রাইমারি (১ম থেকে ৫ম শ্রেণি) স্তরে ২০২৪-২৫ সালে ছেলেদের ড্রপআউট রেট ০.৮%, অথচ মেয়েদের ক্ষেত্রে প্রায় শূন্য। আপার প্রাইমারি (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) স্তরে ছেলেদের ড্রপআউট বেড়ে হয়েছে ৪.১%, মেয়েদের ক্ষেত্রে তা তুলনায় কম, ২.৯%। সবচেয়ে উদ্বেগজনক চিত্র সেকেন্ডারি (৯ম–১০ম শ্রেণি) স্তরে। এখানে ছেলেদের মধ্যে স্কুল ছাড়ার হার ১৩.৩%, যেখানে মেয়েদের হার ৯.৬%।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/14/J3Z1DIpa4CslI386cGaP.webp)
মোট গড় হিসাব করলে দেখা যাচ্ছে, স্কুলশিক্ষার তিনটি স্তরে ড্রপআউট রেট দাঁড়িয়েছে—প্রাইমারিতে ০.৩%, আপার প্রাইমারিতে ৩.৫%, আর সেকেন্ডারিতে গিয়ে তা লাফিয়ে উঠেছে ১১.৫%।
বিশেষজ্ঞরা বলছেন, এটা এক বিপজ্জনক সংকেত। কারণ দশকের পর দশক ধরে মেয়েদের পড়াশোনা টিকিয়ে রাখাই ছিল ভারতের চ্যালেঞ্জ। কিন্তু এখন ছেলেদের স্কুলে ধরে রাখা হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us