দিল্লি হাই কোর্টে বোমার হুমকি! আতঙ্কে খালি করা হল গোটা আদালত চত্বর

দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক। খালি করা হল সম্পূর্ণ আদালত চত্বর।

author-image
Tamalika Chakraborty
New Update
delhi high c[ourt

নিজস্ব সংবাদদাতা:শুক্রবার দিল্লি হাই কোর্টে পাওয়া গেল বোমার হুমকি। সঙ্গে সঙ্গেই কড়া সতর্কতা জারি করে গোটা আদালত চত্বর খালি করা হয়। বিচারপতি, আইনজীবী, মামলাকারী থেকে শুরু করে কর্মচারী—সবাইকে নিরাপদে বের করে আনা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ই-মেল আসে যাতে লেখা ছিল আদালত চত্বরে তিনটি বোমা রাখা হয়েছে। দুপুর দু’টার মধ্যে এলাকা খালি করার হুমকি দেওয়া হয়। তবে কোথায় বোমা রাখা হয়েছে, তার সঠিক জায়গা জানানো হয়নি। সঙ্গে সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণ দলকে ডেকে আনা হয় এবং গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়।

Police

অদ্ভুত বিষয় হল, এই ই-মেলটি পাঠানো হয়েছে “Kanimozhi Thevidiya” নামে একটি আইডি থেকে। মেলের ভাষা ছিল অসংলগ্ন, নানা রাজনৈতিক ইঙ্গিতও ছিল তাতে। সেখানে লেখা হয়, “এক নতুন ধর্মনিরপেক্ষ নেতার উত্থানের জন্য উত্তরাধিকারের বাঁধা দূর করা হবে, যাতে ভুয়ো ধর্মনিরপেক্ষরা সরে গিয়ে প্রকৃত ধর্মনিরপেক্ষরা ক্ষমতায় আসতে পারে।”

পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আদালত চত্বরে। পুলিশ ইতিমধ্যেই ই-মেলের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে।