/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার দুপুরে জরুরিভাবে আদালত ফাঁকা করানো হলো। দিল্লি হাইকোর্টে ঠিক এমনই হুমকি পাওয়ার কয় ঘণ্টার মধ্যে বোম্বে হাইকোর্টে এই ঘটনা ঘটলো।
ই-মেইলে হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে আদালতের নিরাপত্তা চিফ জাস্টিসকে জানায়। বিচারপতি দ্রুত কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এবং আদালতের চত্বর খালি করার নির্দেশ দেন। বিচারপতিদের সঙ্গে সঙ্গে স্টাফ, আইনজীবী ও মামলাকারীদেরও বের হতে বলা হয়। বার অ্যাসোসিয়েশনও জরুরি বার্তা দিয়ে আইনজীবীদের ফোর্ট কমপ্লেক্স ত্যাগ করতে বলেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/AcbxmWHJcWUhKvVoVOsP.jpg)
দুপুর ১টার দিকে ভিড় আদালত থেকে বের হতে থাকে। বিচারপতিদের আলাদা গেট দিয়ে বের করা হয়, যা ওভাল মৈদান এর দিকে মুখ করে। কুকুর ও বোমা সনাক্তকরণ দল মোতায়েন করা হয়। পুরো চত্বরের তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বাইরে অনেক মামলাকারী ও আইনজীবী অপেক্ষা করতে থাকে শুনানি আবার শুরু হবে কিনা তা দেখার জন্য।
সিনিয়র অ্যাডভোকেট উদয় ওয়ারনজিকার বলেন, “গত তিন দশকে অন্তত তিনবার এমন হুমকি এসেছে। নিরাপত্তার কারণে আদালত তখনও ফাঁকা করা হয়েছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us