/anm-bengali/media/media_files/2024/10/29/1xjqgk6p9V0XEmp2iD2F.jpg)
নিজস্ব সংবাদদাতা: দীপাবলির আগে বায়ুদূষণ নিয়ে আরও বেশি সতর্ক হয়েছে দিল্লি। দিল্লিতে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিজেপি ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। দিল্লিতে আতশবাজির উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে বিজেপি সাংসদ দীনেশ শর্মা বলেছেন, "তারা এখন নিষেধাজ্ঞা জারি করবে। কিন্তু যখন ২৫ ডিসেম্বর প্রকৃত কুয়াশা শুরু হবে, তখন তারা নিষেধাজ্ঞা তুলে নেবে। যখন ১ জানুয়ারি তারা উদযাপন করবে এবং পটকা পোড়াবে, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, কৃষকরা পাঞ্জাবে কৃত্রিম দূষণ ছড়াচ্ছেন না। এটা সনাতনের বিরুদ্ধে ষড়যন্ত্র, কেন শুধু বিরোধীদের শাসিত হলেই দিল্লিতে দূষণ থাকে?"
#WATCH | On ban over firecrackers in Delhi, BJP MP Dinesh Sharma says, "They will put ban now, but when the real fog starts on December 25, they will lift the ban. When on January 1, they'll celebrate and burn firecrackers, the ban will be lifted. AAP workers and not the farmers… pic.twitter.com/Re2KqLdMch
— ANI (@ANI) October 29, 2024
বায়ু দূষণের জেরে দিল্লি সহ একাধিক শহরে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিল্লির সময়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us