/anm-bengali/media/media_files/2025/08/17/nda-nominatted-vice-preasident-2025-08-17-21-38-20.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার বিজেপি ঘোষণা করেছে যে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে এনডিএ- এর তরফে দেশের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হচ্ছে। গত মাসে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করায় এই নির্বাচনের প্রয়োজন হয়েছে।
বিজেপি সভাপতি জে পি নাড্ডা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া বৈঠকে দীর্ঘ আলোচনার পর রাধাকৃষ্ণনের নাম ঠিক করা হয়েছে। তিনি আরও বলেন, তামিলনাড়ুতে রাধাকৃষ্ণন একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে সবার শ্রদ্ধা অর্জন করেছেন এবং সমাজের সব স্তরে সমানভাবে সম্মানিত। নাড্ডা জানিয়েছেন, এনডিএ ইতিমধ্যেই বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে, যাতে সর্বসম্মতিক্রমে তাঁকে নির্বাচিত করা যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/17/nda-naminated-vc-2025-08-17-21-38-40.jpg)
কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জিও এই ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।
রাধাকৃষ্ণন দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সঙ্গে যুক্ত। তিনি বিজেপির মূল আদর্শে বিশ্বাসী এবং দলের ভিত্তিভূমি থেকে উঠে আসা নেতা হিসেবে পরিচিত। তাঁর প্রার্থী হওয়াকে রাজনৈতিকভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলো, বিশেষ করে তামিলনাড়ুতে বিজেপির প্রভাব বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে।
চার দশকের রাজনৈতিক জীবনে তিনি মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। এছাড়াও দু’বার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন কোয়েম্বাটুর থেকে। তিনি বিজেপির তামিলনাড়ু শাখার সভাপতি ছিলেন এবং একসময় কেরালায় দলের দায়িত্ব সামলেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us