দয়া করে বিয়েতে এই উপহার আনবেন না! আজব অনুরোধ বিজেপি সাংসদের

বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বিয়েতে ফুল উপহার না দেওয়ার জন্য অনুরোধ করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
tejaswi surya marriage

নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সঙ্গীত ও নৃত্যশিল্পী শিবশ্রী স্কন্দ প্রসাদের সঙ্গে। তাঁদের বিয়ে ঘিরে ছিল জাঁকজমক আয়োজন। তবে বিয়ের পর রিসেপশনের আগে একটি বিশেষ বার্তা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আমন্ত্রিত অতিথিদের প্রতি অনুরোধ করেন, যেন তাঁরা বিয়েতে ফুলের তোড়া (বোকে) এবং শুকনো ফল (ড্রাই ফ্রুট) উপহার হিসাবে না আনেন। এই অনুরোধের পেছনে পরিবেশগত ও সামাজিক কারণ রয়েছে বলেই জানিয়েছেন বিজেপি সাংসদ।

tejaswiio1.jpg

তেজস্বী সূর্য তাঁর পোস্টে উল্লেখ করেন, ভারতে প্রতি বছর ১ কোটিরও বেশি বিয়ে হয়, যার মধ্যে ৮৫ শতাংশ ফুল ও তোড়া মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফেলে দেওয়া হয়। একইভাবে, প্রতি বছর প্রায় ৩ লাখ কেজি শুকনো ফল বিয়ের পর নষ্ট হয়ে যায়। এই অপচয় রোধ করতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

তাঁর এই পরিবেশবান্ধব ও সচেতনতামূলক উদ্যোগ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই তাঁর এই ভাবনার প্রশংসা করেছেন, অন্যদিকে কিছু মানুষ এটিকে বিতর্কের চোখেও দেখছেন।