/anm-bengali/media/media_files/VBjY3vEtE0K2g1FQfSNK.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কর্ণাটক বিধানসভায় ৪% মুসলিম সংরক্ষণ বিল পাস হয়েছে। আর এবার এই বিষয়কে কেন্দ্র করে কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছেন হেভিওয়েট বিজেপি নেতা ও সাংসদ কে সুধাকর।
/anm-bengali/media/media_files/2025/03/21/sciCJifSZjY8GHG1ibRX.jpeg)
তিনি বলেন, "কংগ্রেস সরকার বারবার বি.আর. আম্বেদকরের নাম নেয়, কিন্তু তার নীতির সাথে বা তার আদর্শের সাথে কংগ্রেসের কার্যকলাপের কোনও মিল নেই। ভারতের সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অনুমোদন করে না, কেবলমাত্র জাতির ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়। তাহলে কংগ্রেস সরকার কোন ধারা অনুযায়ী ধর্মের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে?"
#WATCH | Delhi: On 4% Muslim reservation quota bill passed by Karnataka Assembly, BJP MP K Sudhakar says, " Congress which time and again keep taking the name of BR Ambedkar...they are not following BR Ambedkar's words or Constitution...let them clear their… pic.twitter.com/WPijaVo9n4
— ANI (@ANI) March 21, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us