দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি সাংসদ বানসুরি স্বরাজ

“মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণকে ন্যায্যতা দিচ্ছেন, তৃণমূল মানেই এখন পশ্চাৎগামী মানসিকতা”— অভিযোগ বানসুরি স্বরাজের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-13 1.50.24 PM

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বানসুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে “লজ্জাজনক” ও “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।

বানসুরি স্বরাজ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণকাণ্ডকে কার্যত ন্যায্যতা দিচ্ছেন। তিনি বলছেন, নারীদের রাতে বাইরে বেরোনো উচিত নয়। এ ধরনের মন্তব্য শুধু ভুক্তভোগীকে দোষারোপ নয়, বরং নারীর স্বাধীনতার প্রতি এক স্পষ্ট আঘাত।”

তিনি আরও তীব্র আক্রমণ করে বলেন, “তৃণমূল কংগ্রেস এখন পশ্চাৎগামী মানসিকতার প্রতীক হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা আজ প্রশ্নের মুখে, আর মুখ্যমন্ত্রীর অবস্থান এই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।”

বিজেপি নেত্রী অভিযোগ করেন, “যখন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে অন্য এক মহিলাকে দোষারোপ করেন, তখন তা সমাজে ভুল বার্তা দেয়। দোষ অপরাধীর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দায় চাপাচ্ছেন ভুক্তভোগীর উপর।”

তিনি আরও বলেন, “নারীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু পশ্চিমবঙ্গে প্রশাসন ব্যর্থ, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, আর তৃণমূল সরকার শুধুই দায় এড়াতে ব্যস্ত।”