কংগ্রেসের নিজেদের মধ্যেই কোনও গণতন্ত্র নেই! আক্রমণ বিজেপি নেতার

বিজেপি নেতা তরুণ চুগ বলেন, কংগ্রেসের নিজেদের মধ্যেই কোনও গণতন্ত্র নেই।

author-image
Tamalika Chakraborty
New Update
tarun chug.JPG

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তরুণ চুগ  ১৯৭৫  সালে দেশে জুড়ে জরুরি অবস্থা ঘোষণার বার্ষিকীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "একটি রাজনৈতিক দল (কংগ্রেস) যার নিজের মধ্যে গণতন্ত্র নেই, যারা বলত 'ইন্দিরা ইজ ইন্ডিয়া এবং ইন্ডিয়া ইজ ইন্দিরা'। আমি সেই সময়ে বিচার বিভাগকে তার ভূমিকার জন্য স্যালুট জানাই। ১.৪০ লক্ষেরও বেশি মানুষ এমআইএসএ-এর অধীনে গ্রেফতার করা হয়েছিল।  অভিযোগ করা হয়েছিল যে জর্জ ফার্নান্দেস সংসদ উড়িয়ে দেবেন। সেই কারণে তাঁকে জেলে পাঠানো হয়েছিল।"

Tarun Chughaq2.jpg

 tamacha4.jpeg