New Update
নিজস্ব সংবাদদাতা:মধ্যপ্রদেশ বিজেপির প্রধান ভিডি শর্মা বলেছেন, "যাঁরা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাতে তিনি সংখ্যালঘু হোন বা অন্য কেউ। প্রিয়াঙ্কা গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে বাংলায় কী হয়েছে, সেই নিয়ে কোনও কথা বলবেন না। এমন একটা জায়গা নিয়ে কথা বলবেন, যেখানে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।"
/anm-bengali/media/media_files/d2AGNq9k7DgHwohDS9rL.jpg)
/anm-bengali/media/media_files/l1x6KTjTB4zGTv6Cp5wb.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us