/anm-bengali/media/media_files/2025/08/17/bjp-leader-wife-murder-2025-08-17-22-29-39.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের আজমেরে ভয়ঙ্কর এক হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয় বিজেপি নেতা রোহিত সাইনি নিজের স্ত্রীকে হত্যা করেছেন, আর এর পেছনে মূল কারণ ছিল তাঁর প্রেমিকা। পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটে ১০ আগস্ট। প্রথমে এটি ডাকাতির নাটক বলে সাজানো হয়েছিল।
১০ আগস্ট রোহিত সাইনির স্ত্রী সঞ্জু সাইনি রহস্যজনক অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়। রোহিত দাবি করেন, কিছু অজ্ঞাত দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে স্ত্রীকে খুন করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। কিন্তু পুলিশের তদন্তে তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। কঠিন জিজ্ঞাসাবাদের মুখে রোহিত ভেঙে পড়ে এবং পুরো সত্য স্বীকার করে নেয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
পুলিশের কাছে রোহিত স্বীকার করেছে যে, তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ঋতুর চাপে তিনি স্ত্রীকে খুন করেন। ঋতু নাকি বারবার তাঁকে বলত, "সঞ্জু তোমার জীবনের পথে বাধা। তাকে সরাতে হবে।" সেই চাপেই রোহিত নিজের স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে এবং ডাকাতির ঘটনা সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
এই ঘটনায় পুলিশ রোহিত সাইনি ও তাঁর প্রেমিকা ঋতুকে গ্রেপ্তার করেছে। দু’জনকে জিজ্ঞাসাবাদ করে পুরো ষড়যন্ত্রের খোঁজখবর জোগাড় করছে তদন্তকারীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us