নেপালি ছাত্রীর মৃত্যুতে নতুন করে উত্তেজনা! নেপালের কাছে খারাপ হচ্ছে ভারতের ভাবমূর্তি

নেপালের কাছে খারাপ হচ্ছে ভারতের ভাবমূর্তি বলে অভিযোগ করলেন বিজেডি বিধায়ক।

author-image
Tamalika Chakraborty
New Update
jd mla

নিজস্ব সংবাদদাতা: ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির হস্টেল চত্বরে ফের এক নেপালি ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।   বিজেডি বিধায়ক কালীকেশ নারায়ণ সিং দেও বলেছেন, "ওড়িশায়  তিন মাসের মধ্যে দ্বিতীয়বার এক তরুণী ছাত্রীর মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এটি (KIIT) বিশ্ববিদ্যালয়ের গাফিলতি প্রমাণ করে। এর জেরে নেপালের কাছে ভারতের ভাবমূর্তি খারাপ হবে। এটি ওড়িশা রাজ্যে শিক্ষার্থীদের অভিবাসন এবং পর্যটনের উপর মারাত্মক প্রভাব ফেলবে। সরকার, যথারীতি, এই বিষয়টি সমাধান করতে ব্যর্থ হয়েছে। আমি নেতৃত্ব বা উচ্চ শিক্ষা বিভাগের কাছ থেকে কোনও মন্তব্য দেখিনি।"

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র