প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে গিয়ে মৃত্যু, বিহারে রোডশোর পর প্রাণ হারালেন বৃদ্ধা

মোদীর রোড শো দেখতে গিয়ে প্রাণ হারালেন বিহারের বৃদ্ধা।

author-image
Tamalika Chakraborty
New Update
modi roadshoww .jpg

নিজস্ব সংবাদদাতা: বিহারের রোহতাস জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোডশো দেখতে এসে প্রাণ হারালেন এক বৃদ্ধা। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে মারা যান কেশরী দেবী নামের ওই বৃদ্ধা।

পরিবারের বারবার নিষেধ সত্ত্বেও, নিজের অসুস্থ শরীর নিয়ে তিনি প্রধানমন্ত্রীর রোডশো দেখতে যান শুক্রবার। সেদিন বিকেলে প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে অনুষ্ঠিত হয় মোদীর রোডশো।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

রোডশো শেষ হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে বিক্রমগঞ্জের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। প্রবল উৎসাহ ও আবেগ নিয়ে প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে যাওয়ার ইচ্ছা শেষমেশ প্রাণ কেড়ে নিল কেশরী দেবীর।