স্কুলে ভয়ংকর নির্যাতন! ৫ বছরের শিশুকে বেল্ট দিয়ে পেটানো, গলায় ফাঁস — সূঁচ ফুটিয়ে ছিঁড়ে দেওয়া হল পা-হাত

পাঁচ বছরের শিশুর ওপর অমানবিক অত্যাচার স্কুলের প্রিন্সিপালের ভাইপোর।

author-image
Tamalika Chakraborty
New Update
ihar child abuse


নিজস্ব সংবাদদাতা: বিহারের মধেপুরা জেলার শংকরপুর থেকে উঠে এল এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা। মাত্র পাঁচ বছরের এক ছোট্ট শিশুকন্যার উপর চালানো হল পাশবিক নির্যাতন! অভিযুক্ত স্কুলেরই অধ্যক্ষের ভাইপো। ঘটনা প্রকাশ্যে আসতেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল।

জানা গিয়েছে, শংকরপুর থানার অন্তর্গত মৌরা কবিয়াহী পঞ্চায়েতের নতুন গ্রামের একটি বেসরকারি স্কুলে ঘটেছে এই নৃশংস হামলা। অভিযুক্ত অনু কুমার, স্কুলের অধ্যক্ষ অনিল যাদবের ভাইপো। অভিযোগ, শিশুটিকে প্রথমে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে অভিযুক্ত। তারপর সেই বেল্ট দিয়েই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা দেখানোর চেষ্টা হয়। এখানেই শেষ নয় — মেয়েটির হাত ও পায়ে সূঁচ ফুটিয়ে দেওয়া হয়!

child abuse q

পরিবারের দাবি, স্কুল কর্তৃপক্ষ শিশুটিকে হাসপাতালে না নিয়ে গিয়ে, উলটে রক্তাক্ত অবস্থায় মায়ের দোকানের সামনে ফেলে রেখে চলে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় জননায়ক কার্পুরি ঠাকুর মেডিক্যাল কলেজে।

ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়রা ক্ষোভে ফুঁসছে। ইতিমধ্যেই স্কুলটি বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছে স্থানীয়রা। পুলিশ তদন্ত শুরু করেছে।