নিজস্ব সংবাদদাতা: ইরান-ইজরায়েল উত্তেজনার আবহে নিখোঁজ বিহারের ২৫ বছরের এক যুবক, যিনি ইরানে কর্মরত ছিলেন। এই ঘটনায় চরম উদ্বেগে তাঁর পরিবার। ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে ছেলেকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার দাবি তুলেছেন।
নিখোঁজ যুবক বিহারের সিওয়ান জেলার বাসিন্দা এবং পেশায় ইঞ্জিনিয়ার। কাজের সূত্রে বেশ কিছুদিন ধরেই ইরানে ছিলেন। শেষবার তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন ১৯ জুন। তখন তিনি ফোনে জানান, ইরান-ইজরায়েল বিরোধ ঘিরে উত্তেজনা বাড়ছে। তবে তিনি কোনও আশঙ্কার কথা বলেননি।
এরপর থেকেই তাঁর মোবাইল বন্ধ। পরিবার কোনওভাবে যোগাযোগ করতে পারছে না। আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁর বাবা-মা। তাঁদের আশঙ্কা, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কোনও বিপদের মুখে পড়েছেন তাঁদের ছেলে।
নিখোঁজ যুবকের বাবা বলেন, “আমরা কয়েক দিন ধরে ওর কোনও খোঁজ পাচ্ছি না। ওর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। খুব দুশ্চিন্তায় আছি। আমাদের ছেলেকে বাড়ি ফিরিয়ে আনার জন্য দয়া করে সরকার ব্যবস্থা নিক।”
পরিবারের তরফে ভারতের পররাষ্ট্র মন্ত্রক এবং বিদেশে ভারতীয় দূতাবাসের কাছে লিখিতভাবে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। তার জেরেই বিদেশে কর্মরত বহু ভারতীয় পরিবার চরম দুশ্চিন্তায় ভুগছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us