ভোটের আগেই ভোটার তালিকায় ‘খেলা’? বিহারে নির্বাচন কমিশনের পদক্ষেপ ঘিরে চরম বিতর্ক!

বিহারে ভোটার তালিকা থেকে কয়েক লক্ষ জনের নাম বাতিল করা হয়েছে। এই নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
oposition

 নিজস্ব সংবাদদাতা: নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনঃপরীক্ষণ (Special Intensive Revision বা SIR) নিয়ে প্রবল বিক্ষোভ জারি রেখেছে বিরোধী দলগুলি। এই ইস্যুতে আলোচনার দাবিও তুলেছে তারা। তবে সরকার সূত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই দাবি মেনে নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

সরকারের শীর্ষ মহলের তরফে জানানো হয়েছে, এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছে নির্বাচন কমিশন (ECI), কেন্দ্রীয় সরকার নয়। এক শীর্ষ সরকারি আধিকারিক বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের নেওয়া পদক্ষেপের বিষয়ে কেন্দ্র সরকার কোনও অবস্থান নিতে পারে না। সরকার কীভাবে কমিশনের হয়ে কথা বলবে?”

এই মন্তব্য থেকেই স্পষ্ট, নির্বাচন কমিশনের স্বাধীন ভূমিকার উপর জোর দিয়ে কার্যত বিরোধীদের দাবিকে পাশ কাটাতে চাইছে সরকার।

election

এই মুহূর্তে বিহারে ভোট আসন্ন। ঠিক এই সময়েই ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনঃপরীক্ষণ ঘিরে সন্দেহ প্রকাশ করেছে বিরোধী দলগুলির জোট ‘INDIA’। তাঁদের আশঙ্কা, এই পদক্ষেপের মাধ্যমে কিছু ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে বলেও অভিযোগ উঠেছে।

বিরোধীরা সংসদে এই ইস্যুতে প্রশ্ন তুললেও সরকারের পক্ষ থেকে সেই প্রশ্নের উত্তর আসার কোনও ইঙ্গিত নেই। বরং শীর্ষ সূত্র বলছে, এটি পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়—এতে সরকারের কোনও হস্তক্ষেপ নেই এবং হতে পারে না।