“দুর্নীতির রাজপুত্র-রাজকন্যারা বিহার চালাবে কীভাবে?”—প্রশ্ন তুললেন তরুণ চুঘ

বিজেপি নেতা তরুণ চুঘ বলেছেন, “দুর্নীতির রাজপুত্র-রাজকন্যারা বিহার চালাবে কীভাবে?”

author-image
Tamalika Chakraborty
New Update
tarun chugh

নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে। এর মধ্যেই বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ মহাজোট তথা ‘ইন্ডি অ্যালায়েন্স’-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, “বিহারের মানুষ এবার মহাথগবন্ধনের (মহা প্রতারণার জোট) দুর্নীতিগ্রস্ত রাজপুত্র ও রাজকন্যাদের এমন এক পরাজয় উপহার দেবে, যা তারা কোনওদিন ভুলতে পারবে না।”

তরুণ চুঘর কথায়, মহাজোটের নেতারা শুধু নামেই এক, কাজে নয়। তিনি বলেন, “এই জোটের নেতারা নিজেরাই জামিনে মুক্ত। যারা নিজেদের মধ্যে সমন্বয় রাখতে পারে না, তারা বিহার চালাবে কীভাবে? জনগণ খুব ভালো করেই জানে এদের মুখোশের আড়ালে কী আছে।”

tarun chug.JPG

বিজেপি নেতা আরও বলেন, “মহাথগবন্ধন আবারও বিহারে লুটরাজ ও জঙ্গলরাজ ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু বিহারের মানুষ এখন অনেক সচেতন। তারা উন্নয়নের পথে হাঁটছে, দুর্নীতির নয়। এই জোটের একমাত্র উদ্দেশ্য বিহারকে লুটে নেওয়া—কিন্তু এবার জনগণ তাদের সেই সুযোগ দেবে না।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তরুণ চুঘর এই বক্তব্য সরাসরি রাজ্যের আরজেডি ও কংগ্রেস নেতৃত্বকে নিশানা করেছে। নির্বাচন ঘনিয়ে আসতেই বিজেপি একদিকে উন্নয়নের বার্তা দিচ্ছে, অন্যদিকে মহাজোটকে দুর্নীতির প্রতীক হিসেবে তুলে ধরছে।

তরুণ চুঘর মন্তব্যের পর বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। দলের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিহারের উন্নয়ন থামবে না, বরং আরও গতিময় হবে। অন্যদিকে মহাজোট শিবির এই মন্তব্যকে “রাজনৈতিক নাটক” বলে কটাক্ষ করেছে।