New Update
/anm-bengali/media/media_files/mdaSzgSL12kzX8WVehBx.jpg)
নিজস্ব সংবাদদাতা: উন্নত প্রযুক্তির সাহায্যে বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নীল রঙের হলুদ চাষ করে তাক লাগিয়ে দেয়। মশলা বিভাগের অধ্যাপক দীপক কুমার ঘোষের নেতৃত্বে নীল রঙের হলুদ চাষ হয়। এই হলুদ রান্নার কাজে ব্যবহার করা হয় না। শ্বেতির মতো দুরারোগ্য ব্যাধির ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এই হলুদ ক্যানসার রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে। বাজারে এই হলুদের দাম অনেক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us