মানুষের জন্য কাজ করেছি তাই.... কী অভিযোগ করলেন বিজেপি প্রার্থী

ভুবনেশ্বরের বিজেপি প্রার্থী অপরাজিতা সারঙ্গি নিজের দল সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, " গত পাঁচ বছরে আমি সকলের সহায়তায় যা কিছু করেছি তা জনগণের জন্য। এই কারণেই আমাকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে।"

author-image
Tamalika Chakraborty
New Update
bjp candidate odisha .jpg

নিজস্ব সংবাদদাতা :  ভুবনেশ্বর থেকে বিজেপি প্রার্থী অপরাজিতা সারঙ্গি বলেন, "ভুবনেশ্বর থেকে আমাকে বিজেপি প্রার্থী হিসাবে পুনরায় মনোনীত করার জন্য আমি প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি প্রধান জেপি নাড্ডার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। গত পাঁচ বছরে আমি সকলের সহায়তায় যা কিছু করেছি তা জনগণের জন্য। এই কারণেই আমাকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে।"

narendra modi awd1.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg