/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের ভোপালে জোর করে ধর্ম পরিবর্তনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার শুভম গোস্বামী নামে এক যুবক অভিযোগ করেন, তাঁর প্রেমিকার পরিবার সম্পর্কের কথা জানার পর তাঁকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেছে। শুভমের দাবি, তাঁকে গোমাংস খাওয়ানো হয় এবং দিনে পাঁচবার নামাজ পড়তে বাধ্য করা হয়। ২০২২ সালে ওই তরুণীর সঙ্গে তাঁর আলাপ ও প্রেমের সম্পর্ক শুরু হয় বলে জানান তিনি। পরে পরিবার বিষয়টি জানতে পারার পর তাঁর উপর ধর্ম বদলের চাপ দেওয়া হয়। তাঁর অভিযোগ, ২০২৩ সালে তাঁর নামও বদলে আমান খান রাখা হয়। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে নাকি মিথ্যা শ্লীলতাহানির মামলাও দায়ের করা হয়, যার জেরে পাঁচ মাস জেলেও থাকতে হয় তাঁকে। জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। তবে পুলিশের পদক্ষেপে সন্তুষ্ট না হওয়ায় তিনি জনসভায় গিয়ে বিষয়টি জানান সমবায় মন্ত্রী বিশ্বাস সারাংকে। এরপর পুলিশ একটি মুসলিম পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। মন্ত্রী জানিয়েছেন, শুভম যদি নিজের ইচ্ছায় পুরনো ধর্মে ফিরতে চান, তবে সমস্ত ধর্মীয় নিয়ম মেনেই সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই ঘটনায় রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক আলোচনা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/30/fir-a-2025-11-30-21-42-38.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us