/anm-bengali/media/media_files/2025/06/27/old-couple-2025-06-27-08-00-28.jpg)
নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুর একটি বৃদ্ধাশ্রমে মিলল এক বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। প্রায় এক মাস আগে যাদের ছেলে তাঁদের সেখানে রেখে গিয়েছিলেন, তাঁদের মৃতদেহ মঙ্গলবার সকালে উদ্ধার করে আশ্রম কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর তালাঘাটপুরার কামালাম্মা রামকৃষ্ণাপ্পা বৃদ্ধাশ্রমে।
মৃত দম্পতির নাম আর কৃষ্ণমূর্তি (৮১) ও তাঁর স্ত্রী কে রাধা (৭৪)। তাঁরা মূলত তামিলনাড়ুর মদুরাইয়ের বাসিন্দা ছিলেন। বেঙ্গালুরুতে তাঁরা থাকতেন তাঁদের ছেলে কে বিজয়ের সঙ্গে, যিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার পরিচালক। বিজয় ও তাঁর স্ত্রী তাঁদের বৃদ্ধ বাবা-মাকে গত ১৮ মে ডোড্ডাকাল্লাসান্দ্রার একটি ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধাশ্রমে স্থানান্তরিত করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আশ্রমের এক পরিচারিকা চা দিতে গিয়ে বারবার দরজায় কড়া নাড়লেও কোনও সাড়া মেলেনি। এরপর জানালার ভেন্টিলেটর দিয়ে উঁকি মারতেই ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে চিৎকার করে আশ্রমের অন্যান্য সদস্যদের ডাকেন। খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনা থাকলেও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং তা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে দম্পতি এই পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁদের সঙ্গে তাঁদের ছেলের সম্পর্ক, মানসিক অবস্থা বা কোনওরকম পারিবারিক চাপের বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ এবং প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us