বেঙ্গালুরু: আরএসএস না মানলেই ‘অ্যান্টি-ন্যাশনাল’ বলা যায় না — কটাক্ষ কর্নাটক স্বাস্থ্য মন্ত্রী দিনেশ গুন্ডু রাওয়ের

“হিন্দু হতে আরএসএসে থাকতে হয় না, দেশপ্রেমী হতেও নয়”—মোহন ভাগবতের বক্তব্যের জবাব।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুতে আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানালেন কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী দিনেশ গুন্ডু রাও। তিনি বলেন,
“আরএসএসকে কে অনুসরণ করে? পুরো দেশ করে? কিছু মানুষ করেন। সেটা তাদের ইচ্ছা। এতে কোনো সমস্যা নেই। কিন্তু যারা আরএসএস অনুসরণ করেন না, তাদের ‘অ্যান্টি-হিন্দু’, ‘অ্যান্টি-ন্যাশনাল’ বা দেশপ্রেমহীন বলে দাগিয়ে দেওয়া যায় না। আপনাদের এ ধরনের বিচার করার অধিকার নেই।”


মন্ত্রী আরও বলেন,
“হিন্দু হতে আরএসএসে থাকতে হয় না। দেশপ্রেমী হতেও নয়। আরএসএসের নিজের নিয়ম, নিজের দর্শন আছে—তা তারা মানুক। কিন্তু সবাইকে একই নিয়ম মানতে বাধ্য করা যায় না। কাউকে বলা যায় না যে আরএসএসের মত না মানলে তিনি ভারতবিরোধী। এটি চাপিয়ে দেওয়া রাজনীতি।”
তিনি অভিযোগ করেন,
“আরএসএস তাদের দর্শন অন্যদের ওপর চাপিয়ে দিতে চায়। মোহন ভাগবতের কথা না মানলে বা আরএসএসের নির্দেশ না মানলে কাউকে ভয় দেখানো বা হেয় করা গণতান্ত্রিক নয়।”
বক্তব্য ঘিরে কর্নাটকে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।