/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুতে আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানালেন কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী দিনেশ গুন্ডু রাও। তিনি বলেন,
“আরএসএসকে কে অনুসরণ করে? পুরো দেশ করে? কিছু মানুষ করেন। সেটা তাদের ইচ্ছা। এতে কোনো সমস্যা নেই। কিন্তু যারা আরএসএস অনুসরণ করেন না, তাদের ‘অ্যান্টি-হিন্দু’, ‘অ্যান্টি-ন্যাশনাল’ বা দেশপ্রেমহীন বলে দাগিয়ে দেওয়া যায় না। আপনাদের এ ধরনের বিচার করার অধিকার নেই।”
/anm-bengali/media/post_attachments/f51b0092-73d.png)
মন্ত্রী আরও বলেন,
“হিন্দু হতে আরএসএসে থাকতে হয় না। দেশপ্রেমী হতেও নয়। আরএসএসের নিজের নিয়ম, নিজের দর্শন আছে—তা তারা মানুক। কিন্তু সবাইকে একই নিয়ম মানতে বাধ্য করা যায় না। কাউকে বলা যায় না যে আরএসএসের মত না মানলে তিনি ভারতবিরোধী। এটি চাপিয়ে দেওয়া রাজনীতি।”
তিনি অভিযোগ করেন,
“আরএসএস তাদের দর্শন অন্যদের ওপর চাপিয়ে দিতে চায়। মোহন ভাগবতের কথা না মানলে বা আরএসএসের নির্দেশ না মানলে কাউকে ভয় দেখানো বা হেয় করা গণতান্ত্রিক নয়।”
বক্তব্য ঘিরে কর্নাটকে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
#WATCH | Bengaluru | "Who follows RSS? Is the entire country following RSS? Some people are. It's fine and it's well and good, no problem. That's their wish. But you cannot behave as if those who don't follow RSS are somehow anti-Hindu or anti-national or they're not patriots.… https://t.co/c07m26WENVpic.twitter.com/owJ7ismPXq
— ANI (@ANI) November 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us