/anm-bengali/media/media_files/2025/07/14/jail-prison-1-2025-07-14-01-33-17.jpg)
নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুর ‘প্যারাপান্না আগরহারা সেন্ট্রাল জেল’-এর ভেতর থেকে ফাঁস হওয়া কিছু ভিডিও কাঁপিয়ে দিয়েছে কর্নাটক প্রশাসনকে। ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা যাচ্ছে, কুখ্যাত বন্দিরা—যাদের মধ্যে রয়েছেন আইএস জঙ্গি সংগঠনের সন্দেহভাজন নিয়োগকারী জুহাদ হামিদ শেখিল মান্না এবং কুখ্যাত সিরিয়াল রেপিস্ট ও খুনি উমেশ রেড্ডি—জেলের ভেতর মোবাইল ব্যবহার করছেন, টেলিভিশন দেখছেন, এমনকি ‘ভিআইপি’ সুবিধাও পাচ্ছেন বলে অভিযোগ।
ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বরা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এমন নোংরামি আর বরদাস্ত করা হবে না। Enough is enough! এটা আর একবার ঘটতে দেওয়া যাবে না।”
এর পরই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, বিষয়টি অত্যন্ত গুরুতর, এবং তিনি ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী পরমেশ্বরা সিনিয়র পুলিশ অফিসারদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন—জেলের ভেতরে মোবাইল, টেলিভিশন ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্য কীভাবে ঢুকল, এবং কোন কর্মকর্তারা এই কাণ্ডে জড়িত ছিলেন তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/sPawt9hGh7UTTTbakoEv.jpg)
সূত্রের খবর, প্যারাপান্না আগরহারা সেন্ট্রাল জেল রাজ্যের অন্যতম সুরক্ষিত কারাগার বলে পরিচিত। সেখানে এই ধরনের ‘সিকিউরিটি ল্যাপস’ নজিরবিহীন। ভিডিও ফাঁসের পর থেকেই জেল প্রশাসনের একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রশাসনের এক কর্তা জানান, “যদি প্রমাণিত হয় যে কেউ ইচ্ছাকৃতভাবে নিয়ম ভেঙেছে বা বন্দিদের বিশেষ সুবিধা দিয়েছে, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
এই ঘটনার পর থেকেই বেঙ্গালুরু জেলের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ভিতরে বাইরে চলছে তল্লাশি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us