/anm-bengali/media/media_files/2025/08/12/shimla-kidnapped-2025-08-12-18-55-34.jpg)
নিজস্ব সংবাদদাতা: দ্রুত পদক্ষেপে তিনজন ছাত্র অপহরণের ঘটনায় বড় সাফল্য পেল শিমলা পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃতদের উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা হয়। ঘটনাটি ঘটে বিশপ কটন স্কুলের, যা ১৬০ বছরের পুরনো একটি বোর্ডিং স্কুল। অপহরণের শিকার তিনজনই ষষ্ঠ শ্রেণির ছাত্র।
সোমবার ১২টা ১৫ মিনিটের দিকে তিন ছাত্র স্কুল ক্যাম্পাস থেকে বেড়াতে বের হয়। স্কুলের গেটের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা খালিনি চকের দিকে যাচ্ছে। কিন্তু সতর্কতা দপ্তরের অফিসের কাছে গিয়ে হঠাৎই তাদের আর খোঁজ মেলে না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/arrested-a-2025-07-28-18-53-37.jpg)
প্রায় ছয় ঘণ্টা স্কুল কর্তৃপক্ষ পুলিশকে কিছুই জানায়নি। অবশেষে এক ছাত্রের পরিবারের কাছে (যারা হরিয়ানার কর্নালে থাকেন) বিদেশি নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন আসে। পরে পুলিশ জানায়, কলটি আসলে একটি ভিপিএন সংযোগের মাধ্যমে করা হয়েছিল, যাতে ক্যালিফোর্নিয়ার আইডি দেখাচ্ছিল।
পুলিশ তদন্তে নেমে ৮০ কিলোমিটার দূরের কোটখাই এলাকার একটি বাড়ি থেকে তিন ছাত্রকে উদ্ধার করে। অভিযুক্ত ৩০ বছরের সুমিত সূদকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আদালত তাকে ১৩ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us