বেআইনি নির্মাণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ম্যারেজ হল ভাঙায় কড়া বার্তা প্রশাসনের

বেয়ারিলিতে বেআইনি ভাবে তৈরি দুটি বিয়েবাড়ি ভাঙার অভিযান শুরু করেছে উন্নয়ন কর্তৃপক্ষ। টানা দু’দিন ধরে চলছে বুলডোজার অ্যাকশন।

author-image
Tamalika Chakraborty
New Update
bulldozer

নিজস্ব সংবাদদাতা:  উত্তরপ্রদেশের বেয়ারিলিতে বেআইনি ভাবে তৈরি দুটি বিয়ে বাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। Bareilly Development Authority-র সচিব দীপক কুমার জানান, এই দুটি বিয়ে বাড়ির বিরুদ্ধে আগেই ভাঙার নির্দেশ জারি করা হয়েছিল। সেই অনুযায়ী গতকাল থেকেই ভাঙার কাজ শুরু হয়েছে এবং আজও সেই অভিযান চলছে।

uttar pradesh aaaa

তিনি আরও জানান, একটি ভবনের উপর একটি টাওয়ার বসানো ছিল, সেটিও খুলে ফেলা হচ্ছে। প্রশাসনের দাবি, এই দুটি বিয়েবাড়িই সম্পূর্ণ বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল। কোনও অনুমোদিত নকশা ছাড়াই এই নির্মাণ করা হয়।

প্রশাসনের এই অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনি নির্মাণের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন আধিকারিকরা।