/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভগবান শ্রীকৃষ্ণের ‘মধ্যস্থতা’র আদর্শ তুলে ধরে সোমবার সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ মন্তব্য করল বৃন্দাবনের বিখ্যাত শ্রী বাঁকেবিহারী মন্দির সংক্রান্ত মামলায়। উত্তরপ্রদেশ সরকারের ৫০০ কোটি টাকার করিডর প্রকল্প নিয়ে মন্দির ট্রাস্ট ও রাজ্য সরকারের মধ্যে উত্তেজনার আবহে আদালত বলেছে, "শ্রীকৃষ্ণই ছিলেন প্রথম মধ্যস্থতাকারী। তাই চেষ্টা করুন, এই বিষয়টিও শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার।"
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানায়, এই বিষয়ে মধ্যস্থতার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হচ্ছে, যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত কোনও হাইকোর্টের বিচারপতি। এই কমিটি মন্দিরের ব্যবস্থাপনা এবং করিডর প্রকল্প সংক্রান্ত বিষয়ে নজরদারি করবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/OlLSUaPX6qFIko5zWLPs.jpg)
একইসঙ্গে, কেন রাজ্য সরকার এত তড়িঘড়ি করে ‘শ্রী বাঁকেবিহারী জি টেম্পল ট্রাস্ট অর্ডিন্যান্স, ২০২৫’ চালু করল, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত। এই অর্ডিন্যান্সের মাধ্যমে গোস্বামীদের হাত থেকে মন্দির পরিচালনার অধিকার নিতে চায় রাজ্য সরকার। আদালতের প্রশ্ন, “এত তাড়াহুড়ো করার কী প্রয়োজন ছিল? কেন এইভাবে অর্ডিন্যান্স আনা হল?”
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ করে বাঁকেবিহারী মন্দিরে করিডর নির্মাণ করতে চায়, যাতে দর্শনার্থীদের জন্য সুব্যবস্থা করা যায়। কিন্তু মন্দির ট্রাস্ট ও স্থানীয় গোস্বামী সম্প্রদায় এই প্রকল্পের বিরোধিতা করেছে। তাঁরা দাবি করছেন, এতে মন্দিরের ঐতিহ্য, পূজা-পদ্ধতি এবং সংস্কারে হস্তক্ষেপ করা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us