“কাজের চাপ সামলাতে পারলাম না…”— ব্যাঙ্কের মধ্যে গলায় দড়ি, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল শেষ মুহূর্ত

কাজের চাপ সহ্য করতে না পেরে মহারাষ্ট্রে ব্যাঙ্কের মধ্যেই আত্মহত্যা করলেন চিফ ম্যানেজার।

author-image
Tamalika Chakraborty
New Update
suicidee.jpg

নিজস্ব সংবাদদাতা: কর্মক্ষেত্রের চাপ আর একবার প্রাণ কেড়ে নিল এক ব্যাঙ্ক কর্মকর্তার। মহারাষ্ট্রের পুণে জেলার বারামতিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চিফ ম্যানেজার শিবশঙ্কর মিত্র আত্মহত্যা করলেন ব্যাঙ্কের মধ্যেই। বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে রেখে যাওয়া সুইসাইড নোটে তিনি স্পষ্টভাবে কর্মচাপের কথাই তুলে ধরেছেন, যা তাঁকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

প্রায় ৪৮ বছর বয়সি শিবশঙ্কর মিত্র শারীরিক অসুস্থতা ও অতিরিক্ত কাজের চাপে পড়ে ১১ জুলাই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। বর্তমানে তিনি নোটিশ পিরিয়ডে ছিলেন।

dead

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ব্যাঙ্কের কাজ শেষ হওয়ার পর তিনি সহকর্মীদের বাড়ি যেতে বলেন এবং জানান, তিনি নিজেই শাখার তালা লাগাবেন। রাত সাড়ে ৯টা নাগাদ ব্যাঙ্কের প্রহরীও চলে যান। এর কিছুক্ষণ আগেই তিনি এক সহকর্মীকে দড়ি এনে দিতে বলেন। রাত ১০টা নাগাদ ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মিত্র নিজেই সেই দড়ি ব্যবহার করে ব্যাঙ্কের মধ্যেই আত্মহত্যা করছেন।

এই ঘটনায় পুণে জেলার প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা স্তম্ভিত, মিত্রবাবুর পরিবারের প্রতি সহানুভূতির পাশাপাশি তাঁরা প্রশ্ন তুলেছেন— দিনের পর দিন অফিসের অমানবিক কাজের চাপ কি এভাবেই প্রাণ কেড়ে নেবে কর্মীদের?

এই ঘটনার পর আরও একবার উঠে এসেছে কর্মক্ষেত্রের মানসিক চাপ, বার্নআউট এবং অফিস পলিসির বাস্তবতা নিয়ে বড় প্রশ্নচিহ্ন।