নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বিবৃতি প্রসঙ্গে বিদেশ বিষয়ক বিশেষজ্ঞ রবিন্দর সচদেভা বলেছেন, "সেক্রেটারি মিশ্রির আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। মূল বিষয় হল এই বৈঠকের পর বাংলাদেশ কীভাবে কাজ করে তা দেখার অপেক্ষায়। আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা দেখতে চাই যে সংখ্যালঘু কীভবে কাজ করছে। সচিব মিশ্রি পুরো নয় গজ সাজিয়েছেন এখন দেখতে হবে, আগামী এক-দুই মাসের মধ্যে কোনো পরিবর্তন হয় কি না। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ হয় কি না, সেই বিষয়ে ভারত নজর রাখছে। বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার নিয়ন্ত্রণে এলে বুঝতে হবে বর্তমান শাসন ব্যবস্থা পরিপক্কভাবে কাজ করতে চায়। আর যদি তা না করে তাহলে বুঝতে ভারতের সঙ্গে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে সম্পর্ক নষ্ট করতে চাইছে।"
#WATCH | Delhi: On India's Foreign Secretary Vikram Misri's statement in Bangladesh, Foreign Affairs expert Robinder Sachdeva says, "Secretary Misri's meeting was very important today. The key thing is to look forward to how Bangladesh acts after this meeting... We have laid our… pic.twitter.com/VbW6tGdrRr
— ANI (@ANI) December 9, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us