New Update
/anm-bengali/media/media_files/h0eRZFfvHQ6Rfnn1Evi8.jpg)
কানহা থেকে অভিজিৎ নন্দী মজুমদার
কানহার বাইগা আদিবাসী সম্প্রদায়ের প্রধান চান তার বংশ শিক্ষিত হোক এবং সমাজের মূল স্রোতে যাক। ANM নিউজের এডিটর-ইন-চিফ অভিজিৎ নন্দী মজুমদার বাইগা সম্প্রদায়ের প্রধান সোনসাই বাইগার সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকারের সময় সোনসাই বাইগা জঙ্গলের দিনগুলিকে স্মরণ করেন। তিনি সমাজের অন্যান্যদের সঙ্গে তাঁর সম্প্রদায়কে একত্রিত করার পরিকল্পনার কথাও জানান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us