সীমান্ত কি কিছুটা শান্ত হল! ফিরোজপুর থেকে তুলে নেওয়া হল ব্ল্যাকআউট

পঞ্জাবের ফিরোজপুর থেকে তুলে নেওয়া হল ব্যাকআউট।

author-image
Tamalika Chakraborty
New Update
BLACK OUT PAKISTANI DRONE

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার যুদ্ধ বিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই ফের পাকিস্তান হামলা চালাতে থাকে। সীমান্তের একাধিক জায়গায় কয়েক ঘণ্টার জন্য ড্রোন হামলা করে। এই পরিস্থিতিতে শনিবার চরম সতর্কতা নেওয়া হয়েছিল সীমান্তবর্তী  এলাকাাগুলোতে। ব্ল্যাকআউট করা হয় পাঞ্জাবের সীমান্তবর্তী জেলা ফিরোজপুরে। তবে পরিস্থিতি বুঝে ফিরোজপুর এলাকা থেকে ব্ল্যাক আউট তুলে নেওয়া হয়। 

Ak