শিমলায় পর পর ধস, প্রাণহানি না হলেও থমকাল স্বাভাবিক জীবন

শিমলায় ধসের পর ধস, থমকে স্থানীয় জনজীবন।

author-image
Tamalika Chakraborty
New Update
land slide a

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের শিমলার রামপুর উপবিভাগের জুরি এলাকার কাছে আচমকাই ভয়াবহ ভূমিধস। পাহাড় ভেঙে সরাসরি গড়িয়ে পড়েছে জাতীয় সড়ক-৫ এর উপর। মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে গাড়ি চলাচল। চারদিক জুড়ে আতঙ্কের পরিবেশ।

শুধু জুরি নয়, শিমলার আনি উপবিভাগের গানচওয়া এলাকাতেও ধস নেমেছে। সেখানকার রাস্তায় বড় বড় পাথর পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বহু গাছ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যদিও সৌভাগ্যের বিষয়, এত বড় দুর্ঘটনার পরও কোনও প্রাণহানির খবর নেই।

LANDSLIDE

স্থানীয়রা জানিয়েছেন, ধস নামার মুহূর্তের একাধিক ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড় থেকে প্রচণ্ড গতিতে পাথর ও মাটি গড়িয়ে নেমে আসছে। মুহূর্তে রাস্তায় ধ্বংসস্তূপ ভরে যায়। এর ফলে জাতীয় সড়ক দিয়ে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

প্রশাসন জানিয়েছে, দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পাহাড়ি এলাকায় ধারাবাহিক বৃষ্টির কারণে আরও ধস নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। স্থানীয়দের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।