নিজস্ব সংবাদদাতা: মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা বাবা সিদ্দিকের হত্যা মামলায় গ্রেফতারকৃত 26 জন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম (এমসিওসি) আইনে অভিযোগ নিয়ে এসেছে। আদালতে আজকে সমস্ত অভিযুক্তকে পেশ করা হয়েছে। এই হত্যাকাণ্ডে বার বার গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের নাম উঠে এসেছে। বন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ভাই আনমোল বিষ্ণোই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আটক।
#WATCH | NCP leader Baba Siddique murder case: Mumbai Police Crime Branch team presented all the accused in the special MCOCA (Maharashtra Control of Organised Crime Act) court in Mumbai today
— ANI (@ANI) December 3, 2024
So far 26 accused have been arrested in this case and 3 are wanted. pic.twitter.com/t7xzjO9kH7
MCOCA এর প্রয়োগের কারণ এটি ষড়যন্ত্রের সংগঠিত প্রকৃতিকে প্রতিফলিত করে। অভিনেতা সালমান খানের বান্দ্রার বাসভবনের বাইরে গুলি চালানো এবং তার পানভেল ফার্মহাউসের রেক পরিচালনা সহ অপরাধমূলক কার্যকলাপের ইতিহাস রয়েছে আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে। এই মামলায় অন্যতম অভিযুক্ত মহম্মদ জিশান আখতারের বিরুদ্ধে ২০১৭ সাল থেকে অপরাধে সক্রিয়, তার বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানায় হত্যা, চাঁদাবাজি এবং অপরাধমূলক ভয় দেখানো সহ একাধিক মামলা নথিভুক্ত রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us