পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কমপক্ষে ২০, রয়েছেন দুই জন বিদেশি পর্যটক

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Kashmir terrorists attacks


নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে দুজন বিদেশি পর্যটক রয়েছেন।  জানা গিয়েছে, সেনার পোশাকে জঙ্গিরা এসেছিল। মুসলিম কি না জানার পরেই গুলি চালায়। গুলি চালানোর পর জঙ্গিরা সামনের ঘন জঙ্গলে ঢুকে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পহেলগাঁওয়ে ইতিমধ্যে প্যারা কমান্ডোরা পৌঁছে গিয়েছে। বুধবার পহেলগাঁওয়ে এনআইএ-এর আধিকারিকরা পৌঁছে যাবে। পর্যটকদের ওপর জঙ্গি হামলার বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের ডোডায় ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। 

bbrdmb98_image_160x120_22_April_25