New Update
/anm-bengali/media/media_files/qN1DeI1ev9boZSTYLUfg.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার একটি অনুষ্ঠানে দক্ষিণ কন্নড় জেলার পুত্তুরে অন্তত ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালের বাইরে ভিড় লক্ষ্য করা গেছে। জেলা পুলিশের দাবি, খাবার ও উপহার বিতরণে দেরি হওয়াতে সেখানে উপস্থিতদের মধ্যে অনেকেই হাইপোগ্লাইসেমিয়া বা ডিহাইড্রেশনে আক্রান্ত হন। তিন মহিলাকে স্যালাইন দেওয়া হয়েছে, বাকিদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য, সবাই এখন সুস্থ রয়েছেন এবং এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে তারদিকে নজর রাখা হবে। উপস্থিত মানুষের দায়িত্ব নেওয়া ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রশাসনের তৎপরতা ছিল উল্লেখযোগ্য।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/20/karnataka-2025-10-20-18-39-30.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us